নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ধর্না ও বিক্ষোভ অবস্থান দাসপুরে

কুমারেশ রায়, মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে অবস্থান বিক্ষোভ চলছে দাসপুর বাসস্টপেজে। বিকেল ৩ টা পর্যন্ত এই অবস্থান চলবে। তৃণমূল নেত্রীর নির্দেশে জেলার প্রতিটি ব্লকে চলছে এই বিক্ষোভ কর্মসূচি। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ ব্লকের উদ্যোগে সিএবি ও এনআরসি আইন বাতিলের দাবিতে এই বিক্ষোভ ধর্না কর্মসূচি শুরু হয়েছে।

এই অবস্থান বিক্ষোভ ধর্না অবস্থানে সামিল হয়েছেন বিধায়ক মমতা ভুঁইঞা, ব্লক সভাপতি সুকুমার পাত্র, জেলাপরিষদের জনস্বাস্থ্য কর্মাধক্ষ্য শ্যাম পাত্র, দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, জেলা সম্পাদক কৌশিক কুলভী, জেলা যুব সহ সভাপতি সুদীপ মন্ডল, জেলা মাইনরিটি সেলের সহ সভাপতি আলি আকবর খাঁন সহ কয়েকশো তৃণমূল সমর্থক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here