
সাথী দাস, পুরুলিয়া, ১৭ জুন: বিজেপি প্রধানের বিরুদ্ধে সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। বুধবার, পুরুলিয়ার রঘুনাথপুর ২ ব্লকের অন্তর্গত নতুনডি পঞ্চায়েত অফিসের সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখান তৃণমূল নেতা কর্মীরা।
দলীয় কর্মসূচির নেতৃত্বে থাকা স্থানীয় তৃণমূল যুব নেতা স্বপন মেহেতা বিজেপি পরিচালিত বোর্ড ও প্রধানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন। তিনি বলেন, ছোট পুকুর সংস্কার, সরকারি আবাসন তৈরি সহ বিভিন্ন প্রকল্পের ভুয়ো মাস্টার রোল তৈরি করে টাকা আত্মসাৎ করেছেন প্রধান। তাঁর বিরুদ্ধে সচিবের কাছে স্মারকলিপি দেয় কর্মসূচির উদ্যোগী তৃণমূল কংগ্রেসের নতুনডি অঞ্চল কমিটি। ওই স্মারকলিপিতে সরকারি প্রকল্প অনৈতিকভাবে কাগজে-কলমে করার অভিযোগ তোলা হয় প্রধানের বিরুদ্ধে। এদিন অবশ্য প্রধান পঞ্চায়েত অফিসে অনুপস্থিত ছিলেন।