জলঙ্গিতে গুলি চালিয়েছে তৃণমূল: দিলীপ ঘোষ   

আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ জানুয়ারি: মুর্শিদাবাদে জলঙ্গির সাহেবনগর এলাকায় গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যুর ঘটনায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারাই দায়ী বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার খড়্গপুর শহরের অস্থায়ী বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন,
“জলঙ্গিতে তৃণমূল কংগ্রেসের নেতারা মারপিট করেছে, গুলি চলিয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস দলটি এখন সমাজবিরোধী দুষ্কৃতকারীদের হাতে চলে গেছে। এই দলটিতে এখন মমতা ব্যানার্জি বা পার্থবাবু কারোরই আর কোনও নিয়ন্ত্রণ নেই। তাদের দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে আর সারাদিন ভুলভাল বকে চলেছেন”।

অভিযোগের সুরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ এবং মহিলাদের কোনও সুরক্ষা নেই। এই অবস্থার প্রতিবাদ করলে পুলিশ ধরে নিয়ে যাবে বা গুন্ডারা গুলি চালাবে। এই সরকারের আমলে প্রতিবাদ করার অধিকার টুকুও কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here