ভগবানপুরে তৃণমূলের দলীয় পতাকা ও মমতা বন্দ্যোপাধ্যায় ছবিতে আগুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১ মার্চ: তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপি ঘটনার দায় অস্বীকার করলেও উত্তেজনা রয়েছে ভগবানপুরে।

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের গড়বাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার মাকলাসি বুথে আজ সকালে এই ঘটনাটি চোখে পড়ে এলাকার মানুষের। শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নয় আগুন লাগানো হয়েছে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও কাঁথির সাংসদ শিশির অধিকারীর ছবিতে। রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে এ ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির। ঘটনার তদন্ত শুরু করেছে ভূপতিনগর থানার পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা আছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here