
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৭ মার্চ:
পুরভোটের আগে শোভন চ্যাটার্জির জায়গায় এবার বেহালা পূর্বের দায়িত্ব পেল রত্না চট্টোপাধ্যায়। শনিবার “বাংলার গর্ব মমতা” কর্মসূচি পালন করার জন্য প্রথম পর্যায়ে এদিন বেহালার তৃণমূল কর্মীদের নিয়ে বসেছেন পার্থ চ্যাটার্জি। সেখানেই রত্না চ্যাটার্জিকে বেহালা পূর্বের দায়িত্ব দিলেন তৃণমূল মহাসচিব। রত্না চ্যাটার্জিকে দায়িত্ব দেবার পরে তৃণমূলের মহাসচিব বলেন, মাথার উপর আমি থাকবো। আমার সবসময় দেখা সম্ভব হচ্ছে না। এখানকার বিধায়কের অনুপস্থিতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে। তাই সংগঠনের কাজ দেখার জন্য রত্না চ্যাটার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান পার্থ চ্যাটার্জি।
প্রসঙ্গত, প্রাক্তন মেয়র বিজেপিতে যোগদান করায় বেহালায় তৃণমূলে একটা শূণ্যতা তৈরি হয়েছিল। তারপর তৃণমূল দীর্ঘদিন সেই শুন্যতা পূরণ করেনি। বিজেপির সঙ্গে প্রাক্তন মেয়রের মেঘ, রোদ্দুর খেলা দূর থেকে লক্ষ্য রেখেছেন তৃণমূল নেতৃত্ব। এবার তৃণমূল পুরভোটের আগে শোভন চ্যাটার্জির মাঠে রত্না চ্যাটার্জিকে দায়িত্ব দিল।