সালিশি সভাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ইংরেজবাজারের নতুন নগরিয়া গ্রাম, আহত বেশ কয়েকজন

আমাদের ভারত, মালদা, ১৬ জানুয়ারি: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ইংরেজবাজারের নতুন নগরিয়া গ্রাম। সালিশি সভাকে কেন্দ্র করে উত্তেজনা। এলাকায় ব্যাপক বোমাবাজি। আহত বেশ কয়েকজন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, জমি বিবাদের জেরে ওই এলাকায় সালিশি সভা বসে। সেই সালিশি সভায় গন্ডগোলে জড়িয়ে পড়ে প্রধান গোষ্ঠী এবং তৃণমূলের অপর গোষ্ঠী। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। চলে ব্যাপক বোমাবাজি। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। একজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here