দিল্লির ঘটনায় ঝাড়গ্রামের প্রত্যেক ব্লকে প্রতিবাদ মিছিল তৃণমূলের

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৪ মার্চ: দিল্লিতে আরএসএস ও ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে বাংলা জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে রাজনৈতিক দলগুলি। তাদের অভিযোগ, প্রশাসনকে ঠুঁটো জগন্নাথ করে আরএসএস ও বিজেপি দাঙ্গা ছড়াচ্ছে দিল্লির মাটিতে। বিজেপি ও আরএসএসকে তীব্র ধিক্কার ও নিন্দা জানিয়ে পথে নেমেছে যুবসমাজ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি।

সাম্প্রদায়িক দাঙ্গায় যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে মদত দিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার দাবি নিয়ে ধিক্কার মিছিল চলছে সারা রাজ্য জুড়ে। দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা ও গণহত্যার প্রতিবাদে বুধবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে  সমস্ত ব্লকে ধিক্কার মিছিল হয়েছে।গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, জামবনি, লালগড়, বেলপাহাড়ি, নয়াগ্রাম ও সাঁকরাইল ব্লকে ধিক্কার মিছিল হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here