চোপড়ায় বোমা, বন্দুক নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর আহত ৩

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ জানুয়ারি: এলাকার সৌরবিদ্যুৎ প্রকল্পের শ্রমিক সরবরাহ ও অন্যান্য কাজের বরাত নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাপ্তিয়াগছ এলাকার মদনভিটা। সংঘর্ষে ব্যাপক বোমাবাজি হয় এবং গুলি চলে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছে ৩ জন।

আজ সকালে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী মহম্মদ নাসিরুদ্দিন ও তৃণমূল কংগ্রেসের ব্লক কনভেনর আবু তাহেরের গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। অভিযোগ, আবু তাহেরের গোষ্ঠীর সদস্যরা বোমা, বন্দুক নিয়ে নাসিরুদ্দিনের গোষ্ঠীর উপর চড়াও হয়। আবু তাহেরের গোষ্ঠীর লোকেরা নির্বিচারে বোমাবাজি করার পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি চালায় ও ধারালো অস্ত্র দিয়ে বিরোধী গোষ্ঠীর উপর হামলা চালায়। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে ৩ জনকে স্থানীয় দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

গন্ডোগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছয়।পুলিশ সুপার সচিন মক্কর জানিয়েছেন, ওই হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করেছে। ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। বাকিদের খোজে তল্লাশি চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here