লক্ষ্মী ছাড়ল তৃণমূল

আমাদের ভারত, হাওড়া, ৫ জানুয়ারি: শুভেন্দু অধিকারীর পর এবার মন্ত্রী পদ ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা। লক্ষ্মীছাড়া হল তৃণমূল। তৃণমূলের দলীয় সূত্রে খবর, লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ পত্র গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে তা রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে। জানাগেছে, মন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেও এখনই বিধায়ক পদ থেকে তিনি পদত্যাগ করছেন না। তৃণমূলের দলীয় সূত্রে খবর, রাজনীতি থেকে সরে গিয়ে ক্রিকেটে মনঃসংযোগ বৃদ্ধি করতে তাঁর এই সিদ্ধান্ত। যদিও সূত্রের খবর, তাকে বিভিন্ন বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সদরের সভাপতি পদের দায়িত্ব থাকলেও সেই দায়িত্ব পালন করতে তাকে দেওয়া হয়নি।

এদিকে লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পদ ছেড়ে দেওয়ার পরেই নতুন সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তৃণমূল নেতা ভাস্কর ভট্টাচার্যের হাতে। যদিও ভাস্করবাবুর কথায়, দলের তরফে তিনি এখনও হাতে কোনও চিঠি পাননি, সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছেন। তবে দল তাকে যে দায়িত্ব দেবেন সেটা তিনি দায়িত্ব সহকারে পালন করবেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here