ভগবানপুরে আক্রান্ত তৃণমূল নেতা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ জানুয়ারি :
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে আবার আক্রান্ত তৃণমূল। গতকাল বিকেলে ভগবানপুর ১ নম্বর ব্লকের মহম্মদপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকে তৃণমূল নেতা-কর্মীদের মারধর করে একদল দুষ্কৃতী। ঘটনায় আহত হন মহম্মদপুর ১ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি চাঁদহরি প্রধান সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক। ভগবানপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আহতদের তমলুকে পাঠানো হয়েছে।

আক্রান্ত তৃণমূল নেতাদের অভিযোগ, বিজেপি ও সিপিএম আশ্রিত দুষ্কৃতকারীরা এই হামলা চালিয়েছে। আহত চাঁদহরি প্রধান হলেন বছর দেড়েক আগে দুষ্কৃতকারীদের হাতে নিহত তৃণমূল নেতা নান্টু প্রধানের বাবা। ফলে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here