বাগদায় জমি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৮ ফেব্রুয়ারি: জমি পাইয়ে দেওয়ার নাম করে এক কৃষক পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে প্রতারণার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগণার বাগদার তৃণমূলের অঞ্চলিক সভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত সভাপতির নাম সনজিৎ সর্দার। অভিযোগ, জমির ঝামেলা মিটিয়ে জমি পাইয়ে দেওয়ার নাম করে ১লক্ষ ৭০ হাজার টাকা নিয়েছেন দ্বীনবন্ধু বিশ্বাস নামে এক কৃষকের কাছ থেকে।

কৃষক পরিবার সূত্রের খবর, ২০১৭ সালে দ্বীনবন্ধু বিশ্বাসের তিন বিঘা জমি নিয়ে শরিকি ঝামেলা চলছিল। সেই সময় পঞ্চায়েতের দ্বারস্থ হন দ্বীনবন্ধু বাবু। সেখানেই টোপ দেয় অভিযুক্ত অঞ্চল সভাপতি সনজিৎ সর্দার। তিনি দ্বীনবন্ধু বাবুর কাছে ১লক্ষ ৭০ হাজার টাকা দাবি করে বলেন, জমির ঝামেলা মিটিয়ে দিয়ে জমি আপনকে পাইয়ে দেব। সেই মতো টাকাও দেন তিনি, তিন বছর পেরলেও জমির ঝামেলা মেটাতে পারেননি। টাকা ফেরত চাইলে তাও ফেরত দিচ্ছেন না সনজিৎ বাবু। এমনকি টাকা ফেরত চাইলে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন দ্বীনবন্ধু বাবু। অবশেষে ওই কৃষক পরিবার দ্বারস্থ হয় মুখ্যমন্ত্রীরকাছে। পরবর্তীতে ২০২০ সালের ২৭ জানুয়ারি বাগদা থানায় সনজিৎ 
সরদারের নামে লিখিত অভিযোগ দায়ের করেন 
দ্বীনবন্ধু বিশ্বাস।

তৃণমূল কংগ্রেসের আঞ্চলিকসভাপতি সনজিৎ সর্দারের 
দাবি, পুরোপুরি মিথ্যা ভিত্তিহীন অভিযোগ। আদিবাসীদের জমি পুনর্দখল করবার জন্য এই মিথ্যা অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here