নদিয়ায় তৃণমূল কর্মী খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ নভেম্বর: দিনে দুপুরে বোমাবাজির ঘটনায় মৃত্যু এক তৃণমূল কর্মীর। আহত আরও এক।সোমবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার ব্রহ্মণগরে। মৃত তৃণমূল কর্মীর নাম রফিক শেখ। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।

সূত্রের খবর, সোমবার সকালে চাপড়া থানার বেতবেরিয়া গ্রামের কিছু তৃণমূল কর্মী ব্রহ্মনগর গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্য শফিক শেখের বাড়িতে দলীয় মিটিংয়ের জন্য যায়।অভিযোগ, সেখান থেকে ফেরার পথে ওই তৃণমূল কর্মীদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। অভিযোগ, দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রফিক শেখ নামে ওই তৃণমূল কর্মীর। ঘটনায় দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন শামীম বিশ্বাস নামে আরও এক তৃণমূল কর্মী। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চাপড়া হাসপাতাল ও পরে কৃষ্ণনগরে স্থানান্তরিত করা হয়েছে।

প্রকাশ্য দিবালোকে এই হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা চাপড়া এলাকায়। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here