কালনায় গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু হল পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে

আমাদের ভারত, হুগলী, ৭ ডিসেম্বর: গুলিবৃদ্ধ হয়ে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে মৃত্যু হল কালনা ২ ব্লকের তৃণমূল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ্য ইনসান মল্লিকের। বয়স ৪৫বছর।

গতকাল শুক্রবার রাত ৮টার সময় মটরসাইকেল নিয়ে পার্টিঅফিস থেকে বাড়ি ফেরার সময় রাস্তাতে তাঁকে লক্ষ্য করে দুটি গুলি চালায় দুষ্কৃতিরা, একটা গুলি তার তলপেটে অন্য গুলিটা অন্ডকোশে লাগে। ঘটনাস্থলেই ইনসান মল্লিক মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে প্রথমে কালনা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতা রেফার করার হয়। কলকাতায় নিয়ে যাওয়ার সময় রাস্তাতে তাঁর শরীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।

কিন্তু ডাক্তার তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এরপরেই বাড়ির লোক সহ সকলে কান্নায় ভেঙে পড়েন।কালনা সহ পান্ডুয়ার প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতারা উপস্থিত হন।
এমন ঘটনার ফলে পান্ডুয়া হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান নিয়ে যাওয়া হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here