কুমারেশ রায়, আমাদের ভারতে, পশ্চিম মেদিনীপুর, ১৭ জানুয়ারি: করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চললেও আগামী পৌরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ১৭ জানুয়ারি দাসপুরের বকুলতলায় ঘাটাল মহকুমার পাঁচটি পুরসভাকে নিয়ে পৌরসভা নির্বাচনের প্রস্তুতি সভা হল।
এই সভা থেকে দল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে পৌরসভা নির্বাচনে দল যাকে প্রার্থী করবে সেই প্রার্থীকেই মান্যতা দিতে হবে, এর বাইরে কেউ কোনো কথা বললে তার বিরুদ্ধে কঠোর শাস্তি দেবার বার্তা জানিয়ে দেন দলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিষ হুদাইত।
পৌরসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচনী ইশতেহার রচনার কাজ চলছে। পাশাপাশি পাড়া বৈঠক, বুথ সভা এবং দেয়াল লিখনের কাজও শুরু হয়েছে। এই বৈঠকে ছিলেন জেলা নেতা শ্যাম পদ পাত্র, ঘাটাল সাংগঠনিক জেলার ক্ষেতমজুর সংগঠনের সভাপতি সুনিল ভৌমিক আইএনটিটিইউসি’র জেলা সভাপতি বিকাশ কর, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিপালী সিং, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কাবেরী সিং সহ অন্যান্য নেতৃত্ব।