হোম কয়ারেন্টাইনে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাড়ির সদস্যদের লালারস পরীক্ষা স্বাস্থ্য দফতরের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৪ জুন: হোম কোয়ারেন্টাইনে গেলেন মমতার প্রতিবেশী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হরিশ চ্যাটার্জি স্ট্রীটে কল্যাণ ব্যানার্জির বাড়ির এক গেট ম্যানের করোনা ধরা পড়ে। তাকে বর্তমানে কলকাতার ভাঙড় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির সকল পরিবারের সদস্যদের লাল রসের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে বৃহস্পতিবার জানান কল্যাণ ব্যানার্জি।

তিনি বলেন, আজ সকালে আমার পরিবারের ১২ জন সদস্যের লালারস সংগ্রহ করা হয়। তবে এখনও পর্যন্ত আমার করোনা ভাইরাস ধরা পড়েনি বলে জানান শ্রীরামপুরের সাংসদ। তিনি আক্ষেপের সঙ্গে বলেন, বিজেপি আমার নামে মিথ্যে প্রচার শুরু করেছে। কল্যাণ ব্যানার্জি অভিযোগ করেন, বিজেপি প্রচার শুরু করেছে আমি করোনা ভাইরাসে আক্রান্ত। তবে করোনায় আক্রান্ত নয় বলে দাবি করে তিনি বলেন, আমি করোনা ভাইরাসে আক্রান্ত হলে হয়তো বিজেপি আনন্দ পাবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here