দুষ্কৃতী হামলায় জখম তৃণমূলের পঞ্চায়েত প্রধান

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৯ নভেম্বর: মুর্শিদাবাদের খড়গ্রাম থানার সাদলে দুষ্কৃতী হামলায় জখম তৃণমূলের পঞ্চায়েত প্রধান। আহত ঞ্চায়েতের প্রধান আলিম সেখ। সোমবার রাতে পঞ্চায়েতের সভা সেরে মোটরবাইকে চেপে বাড়ি ফেরার পথে রাস্তায় চারজনের একটি দুষ্কৃতী দল রাস্তা আটকে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে।

দুষ্কৃতিরা লোহার রড দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে প্রথমে খড়গ্রাম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। আহত প্রধান আলিম সেখ জানান, আমি আজ সন্ধ্যায় পঞ্চায়েতের সভা সেরে বাড়ি ফিরছিলাম রাস্তায় হঠাৎ কয়েক জন দুষ্কৃতী আমাকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘিরে ধরে আমার মোটরবাইকের চাবি খুলে নেয়। তারপর আমাকে লোহার রড দিয়ে মারধর করে। আমি মাটিতে পড়ে চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসলে দুষ্কৃতীরা ছুটে পালিয়ে যায়। স্থানীয়রা আমাকে হাসপাতালে নিয়ে আসে। যারা আমাকে আক্রমণ করে তাদের সকলেরই বাড়ি শঙ্করপুর গ্রামের। জামাল সেখ, সইদুল সেখ, মুজিবর সেখ আমাকে মারধর করে। তিন জনের নামে খড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়গ্রাম থানার পুলিশ। 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here