হাথরসে দলিত তরুণীকে ধর্ষণ এবং নৃশংস খুনের প্রতিবাদে ঘাটালে প্রতিবাদ মিছিল তৃণমূলের

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ অক্টোবর: উত্তরপ্রদেশের হাথরসে দলিত তরুণীকে ধর্ষণ এবং নৃশংস খুনের প্রতিবাদে ঘাটালে প্রতিবাদ মিছিল ও পথসভা।হাথরসের ঘটনায় গর্জে উঠছে সারাদেশ। বিজেপি ছাড়া সব রাজনৈতিক দল, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ঘটনার তীব্র নিন্দা করছেন। শনিবার বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করে ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলে ছিলেন বিধায়ক শঙ্কর দলুই, ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ মন্ডল, যুব সভাপতি সুদীপ মন্ডল, পুর প্রশাসক বিভাস ঘোষ, ঘাটালের নেতা উদয়শঙ্কর সিংহ রায়, তুহিন বেরা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও মহিলা সহ প্রায় ২০০ কর্মী। মিছিলটি ঘাটাল ব্লক তৃণমূল কার্যালয় থেকে শুরু হয় শেষ হয় পৌরসভার মোড়ে। সেখানে প্রতিবাদ সভা করা হয়।বক্তারা বিজেপির সমালোচনা করে বলেন, বিরোধী দলের নেতাদের উত্তর প্রদেশ পুলিশ হেনস্থা করছে। শুধু তাই নয় কোনও সাংবাদিকদের সেই এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। নেক্কারজনক ঘটনাতে কেন্দ্রের বিজেপি সরকারের ভূমিকা সারা দেশ দেখল, এদের ক্ষমতায় থাকা উচিত নয়। কি বললেন ঘাটাল শহর সভাপতি অরুণ মন্ডল ও নেতা তুহিন বেরা শুনে নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *