সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৭ জুলাই: রাজ্যের সাথে সাথে ঝালদাতেও রেল বেসরকারীকরণের প্রতিবাদ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝালদা স্টেশনে বিক্ষোভ অবস্থানে বসেন স্থানীয় নেতা কর্মীরা। ঝালদা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচির অঙ্গ হিসেবে স্টেশন ম্যানেজারের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।রেলকে কোনও অবস্থাতেই বেসরকারীকরণ করা যাবে না, ওই স্মারকলিপিতে এই দাবি জানানো হয়।
ঝালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ সেন জানান, ‘কেন্দ্রের বিজেপি সরকার ভারতবাসীকে ঠকাচ্ছে। ক্ষমতায় আসার আগে নানা প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির জন্য মানুষ বিজেপিকে ক্ষমতায় আনে। কিন্তু আজ সেই প্রতিশ্রুতি কোথায় ? বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়ে রেলকে বেসরকারিকরণ করে দিছে। তারই প্রতিবাদে ঝালদা স্টেশনে দলীয় কর্মসূচি হয়।’
এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালদা শহর তৃণমূল কংগ্রেস কার্যকরী সভাপতি প্রদীপ কর্মকার, ঝালদা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ রায় সহ স্থানীয় নেতৃত্ব।