সমবায় ব্যাঙ্ক বেসরকারিকরণের আশঙ্কায় পুরুলিয়ায় বিক্ষোভ-প্রতিবাদ তৃণমূলের

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১০ জুলাই:
সমবায় ব্যাঙ্ক বেসরকারিকরণের আশঙ্কায় পুরুলিয়ায় বিক্ষোভ প্রতিবাদ দেখাল তৃণমূল। কেন্দ্র সরকারের কো-অপারেটিভ ব্যাঙ্ক বন্ধের সিদ্ধান্তের বিরোধিতায় ঝালদা শহর তৃণমূল কংগ্রেসের ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুরুলিয়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক লিমিটেডের ঝালদা শাখা ও ঝালদা দড়দা সমবায় কৃষি উন্নয়ন লিমিটেড আমানত সংগ্রহ বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ করেন নেতা কর্মীরা। তার আগে বিক্ষোভ করে তাঁরা। এদিন পুরুলিয়া জেলা সদরেও সমবায় ব্যাঙ্কের কাছে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল নেতা কর্মীরা।

কেন্দ্রীয় সরকার একের পর এক বেসরকারিকরণ নীতি  ও কো-অপারেটিভ ব্যাঙ্ক বন্ধের যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের, তারই প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ বলে জানায় তৃণমূল। কারণ কেন্দ্রীয় সরকারের অমানবিক সিদ্ধান্তের জন্য কোপারেটিভ ব্যাঙ্ক যদি বন্ধ হয়ে যায় তাহলে গ্রাম বাংলার কৃষকরা সমস্যায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন বিক্ষোভরত তৃণমূল নেতারা।  তাঁদের দাবি, এখান থেকে কৃষকরা জল, পাম্প থেকে ট্রাক্টর সহ কৃষিজাত সামগ্রী কম দামে পায়। এছাড়া ঋণ নিয়ে কৃষকরা কৃষিক্ষেত্রে কাজে লাগান। রাজ্য সরকার এই ব্যাঙ্কের সাহায্যে কৃষকদের নানান সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাই, রাজ্য সরকারকে ছোট করতে এই পরিকল্পনা কেন্দ্রের। আর এই কারণে কৃষকদের বিপদে ফেলছে কেন্দ্র। তাই কো-অপারেটিভ ব্যাঙ্ক বন্ধের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস। সিদ্ধান্ত বদল না হলে আরও জোরালো আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *