
আমাদের ভারত, মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গোপগড় থেকে লোহাটিকরি পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তায় সিএএ এবং এনআরসির বিরুদ্ধে তৃণমূলের একটি মিছিল সংঘটিত হয়েছে। হাজার তিনেক কর্মী সমর্থক ও সাধারণ মানুষ এই মিছিলে সামিল হোন। প্রথমে মেদিনীপুর সদর ব্লকের ৪ নং অঞ্চলের কনকাবতী এলাকায় একটি পথসভা হয়। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিলে নেতৃত্ব দেন জেলা নেতা মহঃ রফিক, যুব কার্যকরী সভাপতি নির্মাল্য চক্রবর্তী, ব্লক সভাপতি দিলীপ দে।