ঘাটালে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ব্লক তৃণমূলের প্রতিবাদ মিছিল

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয় ঘাটাল ব্লকের জলসরা থেকে ঘাটাল পৌরসভার কলেজ মোড় পর্যন্ত। বৃহস্পতিবার বিকেলে এই মিছিল শুরু হয় জলসরা স্কুলের সামনে থেকে। তৃণমূল নেত্রীর নির্দেশে শহরের পাশাপাশি জেলার প্রতিটি ব্লকে চলছে এই কর্মসূচি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের উদ্যোগে সিএবি এনআরসি আইন বাতিলের দাবিতে মিছিলের আয়োজন হয়। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি, ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই, ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাঝি, ঘাটাল টাউন সভাপতি অরুণ মন্ডল, অজিত দে, সুদীপ মন্ডল, পঞ্চানন মন্ডল, মন্টু বাইরী সহ অন্যান্য নেতৃত্ব। এই মিছিলে পা মেলান হাজার হাজার তৃণমূল সমর্থক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here