দিল্লির ঘটনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরে প্রতিটি বিধানসভা এলাকায় বিক্ষোভ মিছিল তৃণমূলের

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ মার্চ: দিল্লির দাঙ্গা ও গণহত্যার  প্রতিবাদে জেলার সমস্ত বিধানসভা এলাকায় ধিক্কার মিছিল করেছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। এদিন বেলদা, নারায়ণগড়, দাঁতন, সবং, কেশপুর, ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা, খড়গপুর এবং দাসপুরে প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। বেলদাতে মিছিল শেষে বাসষ্ট্যান্ড সংলগ্ন মাঠে একটি সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, ব্লক সভাপতি মিহির চন্দ, জেলা নেতৃত্ব  সূর্যকান্ত অট্ট, ছাত্রনেতা মনোজ দেব সহ অন্যান্যরা।

দিল্লিতে নারকীয় ঘটনার প্রতিবাদে মেদিনীপুর শহর  তৃণমূল কংগ্রেসের একটি মিছিল বের হয় । মিছিলটি শহর পরিক্রমা করে গান্ধী মূর্তির পাদদেশে শেষ হয়। মিছিলে ছিলেন দলের জেলা সভাপতি অজিত মাইতি, শহর-সভাপতি বিশ্বনাথ পাণ্ডব, জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী। এদিন রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা, বিধায়িকা গীতা ভুঁইঞা, যুব সভাপতি আবু কালাম বক্স  ও তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা সবং বাজারে মিছিল করেন। মেদিনীপুর পৌরসভার ২১ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিল্লির রাজপথে নৃশংস ঘটনার প্রতিবাদে একটি মোমবাতি মিছিল সংগঠিত হয়‌‌। মিছিলে নেতৃত্ব দেয় জেলা আইএনটিটিইউসি নেতা পার্থ ঘনা, সোমনাথ রায় সহ অন্যান্যরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here