
আমাদের ভারত, আরামবাগ, ৪ মার্চ: এনআরসির ও সিএএ এর প্রতিবাদে আরামবাগে তৃণমূলের এক বিশাল মিছিল হয়ে গেল বুধবার বিকেলে। মিছিলটি আরামবাগ দৌলতপুর থেকে শুরু হয়ে হসপিটাল মোড়, গৌরহাটি মোড় হয়ে বাসুদেবপুর সুধানিল সিনেমা হলের সামনে শেষ হয়। এই মিছিলে কয়েক হাজার তৃণমূলের কর্মী সমর্থক যোগদান করেন।
এই মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগের টাউন সভাপতি রাজেশ চৌধুরী, তৃণমূল নেতা সমীর ভান্ডারী, আরামবাগের বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী, সহ আরো অনেকে। আরামবাগ টাউন সভাপতি রাজেশ চৌধুরী বলেন, মূখ্যমন্ত্রীর নির্দেশ মতো এনআরসি বিরুদ্ধে এই মহা মিছিল হল।