আমাদের ভারত, হুগলী, ১৬ জুলাই: সারা রাজ্য জুড়ে করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন জায়গায় লকডাউন করা হয়েছে, কিন্তু এই লক ডাউনের মধ্যেও পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বিকেল পাঁচটায় হুগলীর চুঁচুড়া পৌরসভার অন্তর্গত পিপুল পাতি মোড় থেকে কামারপাড়া মোড় পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়ক অসিত মজুমদার উপস্থিত ছিলেন পৌর প্রধান গৌরী কান্ত মুখার্জি, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী চ্যাটার্জি সহ কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দ।
এই প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন যে ২২ বার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আমরা এই মিছিল করে যাবো মানুষের জন্য নিঃস্বার্থভাবে।