জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ জুলাই: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারিকরণ, কোল ইন্ডিয়া বেসরকারিকরণ সহ কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ ও ২১শে জুলাই শহিদ দিবসের স্মরণে প্রচারে নামল তৃণমূল। কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ প্রচার মিছিল সংগঠিত হল কেশিয়াড়িতে। কেশিয়াড়ি হাইস্কুলের মাঠ থেকে শুরু হয়ে বাজার এলাকা পরিক্রমা করে বাসস্ট্যান্ডে এসে মিছিল শেষ হয়। কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে পথ হাঁটেন সকলে। মিছিল শেষে পথসভার আয়োজন করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচির আয়োজন ছিল। পেট্রোল ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি তৃণমূল সরকারের নানা উন্নয়নমূলক কর্মসূচির দিকগুলো তুলে ধরা হয় এদিনের পথসভা থেকে। উপস্থিত ছিলেন কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক রাউৎ, বিধায়ক পরেশ মুর্মু, ব্লকের তৃণমূল নেতৃত্ব সংকেত পালোই, রাজশেখর গিরি, রামপদ সিং সহ আরো অনেকে।