
আমাদের ভারত, মেদিনীপুর, ৮ মার্চ: আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেদিনীপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে “কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী” আইনের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিলটি শহরের বিদ্যাসাগর হল থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে গান্ধী মুর্তির পাদদেশে শেষ হয়।
মিছিলের মূল শ্লোগান ছিল নো এন আর সি, নো সিএএ। জাত নয়, ভাত চাই, সমাজে বিভেদ নয় ঐক্য চাই, ধর্মীয় মেরুকরণ নয়, বাঁচাতে চাই। মিছিলে নেতৃত্ব দেয় শহর তৃণমূল মহিলা কংগ্রেসের। সভাপতি মৌ রায়, কল্পনা মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। মিছিলে প্রায় হাজার খানেক মহিলা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।