আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: গত ২ মাস ধরে রাজ্যজুড়ে চলা তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি বঙ্গধ্বনি যাত্রার আজ আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলাতেও আজ সেই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান হয়েছে। এই উপলক্ষ্যে মেদিনীপুর শহরবাসীকে ধন্যবাদ জানাতে শহরে আজ অভিনন্দন যাত্রা করেছে মেদিনীপুর শহর ও জেলা তৃণমূল। মেদিনীপুরের বিদ্যাসাগর হল থেকে অভিনন্দন যাত্রা শুরু হয়ে গোটা মেদিনীপুর শহর পরিক্রমা করে।
মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান দীনেন রায়, জেলা সভাপতি অজিত মাইতি, বিধায়ক পরেশ মুর্মু, শিউলি সাহা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, নির্মাল্য চক্রবর্তী সহ অন্যান্য নেতা ও কর্মী সমর্থকরা।