কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ” তপন দা-র সাত প্রতিশ্রুতি” নামে ইশতেহার প্রকাশ করল তৃণমূল

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ নভেম্বর:
কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ” তপন দাঁ’র সাত প্রতিশ্রুতি ” নামে ইশতেহার প্রকাশ করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। কালিয়াগঞ্জ শহরের আবাসিকা ভবনে দলের ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান অমল আচার্য, তৃণমূল নেতা অসীম ঘোষ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দধীমোহন দেবশর্মা এবং কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দলের প্রার্থী তপন দেব সিংহ।

জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার মানুষের সার্বিক উন্নয়নের জন্য সাতটি ভাগে উন্নয়নের কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই নির্বাচনী ইস্তেহারে।

নাগরিক কল্যান, নাগরিক প্রতিনিধিত্ব, স্বাস্থ্য পরিষেবা, পরিবহন, পরিকাঠামো উন্নয়ন, কৃষক উন্নয়ন, শিক্ষার অগ্রগতি এই সাতটি প্রতিশ্রুতি নিয়ে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের নির্বাচনী ইশতেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ রাজবংশী উন্নয়ন ও সাংস্কৃতিক বোর্ডে বিধায়ককে প্রতিনিধি করা, প্রতিটি সরকারি প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে নির্দিষ্ট বিধায়ক হেল্প লাইন চালু করা, প্রতি ১৫ দিনে বিধানসভা কেন্দ্রের সমস্যার কথা শুনতে বিধায়কের জন বৈঠক, কালিয়াগঞ্জ হাসপাতালে ২৫০ টি শয্যা সহ আধুনিক স্বাস্থ্য পরিষেবা প্রদান, প্রতি গ্রামপঞ্চায়েতে একটি করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা, কালিয়াগঞ্জে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাসস্ট্যান্ড নির্মাণ, কালিয়াগঞ্জ থেকে কলকাতা এসি বাস পরিষেবা চালু করা সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নির্বাচনী ইস্তেহারে।

তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহের হয়ে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, কালিয়াগঞ্জের মানুষ তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত করলেই ইশতেহারে প্রকাশিত প্রতিশ্রুতিগুলি দ্রুত পূরণ করে কালিয়াগঞ্জের মানুষের সার্বিক উন্নয়ন করবে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর সরকার।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here