
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ আগস্ট:
বিশ্ব আদিবাসী দিবস উদযাপন শান্তিপুর তৃণমূল এসসি, এসটি, ওবিসি সেলের পক্ষ থেকে। রানাঘাট মহকুমার শান্তিপুর থানার ফুলিয়ার বিস্তীর্ণ এলাকায় কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের দুঃস্থ অসহায় মানুষদের নিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ খুশি। এসসি, এসটি, ওবিসি সেলের সভাপতি সৈকত দাস জানান, করোনা আবহে সবার মুখে খাদ্য তুলে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তবুও আমরা চেষ্টা করেছি সামাজিক দূরত্ব মেনে এই দিনটাতে তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর। প্রতিবছরই আমরা এই দিনটা পালন করে থাকি। এই বছরও তাদের জন্য দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থা করতে পারায় আমরা যথেষ্ট আপ্লুত।