সংবাদ মাধ্যমের প্রতি আমরা শ্রদ্ধাশীল, মহুয়ার থেকে রাজনৈতিক অবস্থান পৃথক করল তৃণমূল

রাজেন রায়, কলকাতা, ৮ ডিসেম্বর: দলীয় স্তরের মিটিংয়ে সংবাদমাধ্যমের উপস্থিতি নিয়ে বিরক্তি প্রকাশ করে তির্যক ভাষায় আক্রমণের পর গোটা
রাজ্যজুড়ে সংবাদ মাধ্যমে নিন্দার ঝড় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। আর এই বক্তব্য যে মহুয়া মৈত্রের ব্যক্তিগত, দল তা সমর্থন করে না, তা প্রথমেই স্পষ্ট করল তৃণমূল। মঙ্গলবার একে একে দলের ভরসা সমস্ত নেতারা বিবৃতি দিয়ে এমনই বক্তব্য পেশ করলেন। যদিও তারা মহুয়াকে নিয়ে প্রকাশ্যে নিন্দা করেননি।

দলের তরফে পঞ্চয়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রথমে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে ও পরে বেহালা ম্যানটনের দলীয় কর্মিসভায় শিক্ষামন্ত্রী তথা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘যারা সংবাদমাধ্যমের জন্য কাজ করছেন তাঁদের প্রতি শ্রদ্ধাশীল।’ এক কথায় তৃণমূলের পক্ষ থেকে সাফ জনিয়ে দেওয়া হয় তারা কোনও ভাবেই মহুয়ার এই ঔদ্ধ্যত্বকে সমর্থন করছেন না।
এদিন তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে মহুয়া মৈত্রের ‘দু’পয়সার সংবাদ মাধ্যম’ মন্তব্যের দায় নিলেন না সুব্রত মুখোপাধ্যায়। তিনি পরিষ্কার জানিয়ে দেন, ‘এটা ওর ব্যক্তিগত কথা। দলের কথা নয়।’ সাংবাদিক বৈঠকে সুব্রতবাবু জানান, ‘মহুয়া কী বলেছে আমি জানি না। আমি খতিয়ে দেখিনি। তবে এটুকু বলতে পারি, এটা ওঁর কথা। আমাদের দলের কথা নয়। আমাদের দল এবং দলনেত্রী সংবাদমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেন। হৃদ্যতা বজায় রেখেই আমরা চলি। যাঁরা জানেন, তাঁরা জানেন।’ বস্তুত এই বক্তব্যের মাধ্যমেই সুব্রত স্পষ্ট করে দিয়েছেন যে, তৃণমূল কংগ্রেস মহুয়ার এই মন্তব্যকে সমর্থন করছে না।

অন্যদিকে বেহালা ম্যানটনের নিজের কার্যালয়ের বাইরের দলীয় কর্মসূচিতে মহুয়ার দু’পয়সার মন্তব্য প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন,’সাংবাদিকদের প্রতি আমি শ্রদ্ধাশীল। অনেক সংবাদমাধ্যমের সঙ্গে আমি সবসময় একমত নাও হতে পারি। কিন্তু, তাতেও তাঁদের কাজের প্রতি আমার আস্থা ও সম্মান রয়েছে। তাঁরা যেন সবসময় মানুষের কথা বলেন।’

পাশাপাশি মহুয়া মৈত্রের মন্তব্যের তীব্র নিন্দা করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। তার কথায়, ‘অন্তর থেকে ক্ষমা চাওয়া উচিত মহুয়ার।’ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা সাংবাদিক কুণাল ঘোষ দলীয় সাংসদের এই মন্তব্যের প্রতিবাদ জানান ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি লেখেন, ‘মন্তব্যটি চরম দুর্ভাগ্যজনক। আশা করব মহুয়া মৈত্র সাংবাদিকদের যন্ত্রণাটি অনুভব করবেন এবং তাঁর প্রতিবাদযোগ্য মন্তব্যটি থেকে সরে আসবেন।’ এদিন কুনাল ঘোষ মহুয়া মৈত্রের মন্তব্যের ঘোরতর নিন্দা করে জানান, ‘কোনও পেশাকে তিনি ছোট করতে পারেন না। অন্তর থেকে ক্ষমা চাওয়া উচিত মহুয়ার।’

রবিবার নদিয়ার গয়েশপুরে তৃণমূল কর্মী সম্মেলনের এক সভায় মহুয়া মৈত্র মৈত্রকে বক্তব্য রাখার সময় সংবাদ মাধ্যমকে দু’পয়সার প্রেস বলে উল্লেখ করেন। এরপরে তার এই মন্তব্যের প্রেক্ষিতে সমালোচনার ঝড় ওঠে। প্রেস ক্লাবের তরফে বিবৃতি দেওয়া হয়। গোটা ঘটনার পর নিজের ভুল বুঝতে পেরে তিনি ক্ষমা চাইবেন এমনটাই মনে করা হয়েছিল। কিন্তু নিজের মন্তব্যের প্রেক্ষিতে ব্যঙ্গাত্মক শ্লেষ মিশিয়ে যে বিবৃতি তৃণমূল সাংসদ দিয়েছেন তাতে বোঝা গিয়েছে তিনি তার মন্তব্যের জন্য বিন্দুমাত্র দুঃখিত নন বরং তিনি তার মন্তব্য থেকে একফোঁটাও সরে আসছেন না। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এই সাংসদকে বয়কট করার ডাক দেওয়া হয়েছে। কিন্তু সাংসদের বক্তব্যের প্রভাব যেন জাতীয় দলের অবস্থানে না পড়ে এবং বিধানসভা নির্বাচনে যাতে সংবাদমাধ্যম শাসক দল বিরূপ না হয়ে যায় তার জন্য দলীয় অবস্থান স্পষ্ট করল তৃণমূল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here