দিদির পালটা দাদার অনুপ্রেরণা! শুভেন্দুর আদর্শে অনুপ্রাণিতদের খোঁজ শুরু তৃণমূলের

জে মাহাতো, ঝাড়গ্রাম, ৯ আগস্ট: গলায় শুভেন্দু অধিকারীর ছবি ঝুলিয়ে তৃণমূলের কিছু যুব কর্মী জঙ্গলমহলে সমান্তরাল কর্মসূচি নেওয়ায় দলের মধ্যে গুঞ্জন শুরু হয়েছেl  দাদার অর্থাৎ শুভেন্দু অধিকারীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন বলে জানানোর পর দলের মধ্যে খোঁজখবর নেওয়া শুরু হয়েছেl বিরোধীরা কটাক্ষ করে বলছেন জঙ্গলমহলে তাহলে এবার দাদার অনুপ্রেরণাও দেখা যাচ্ছেl এর আগে তো শুধু মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা দেখেছিl

রাজনৈতিক মহল মনে করছে, একুশ জুলাই মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভার পর শুভেন্দু অধিকারীকে জঙ্গলমহল থেকে কার্যত বিচ্ছিন্ন করতেই জেলা পর্যবেক্ষকের পদ বিলুপ্ত
করা হয়l বিষয়টি তাঁর অনুগামীরা মেনে নিতে না পেরে বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে সমান্তরাল  জনসংযোগ  তৈরিতে  উদ্যোগী  হয়েছেনl এবছর জামবনি ব্লকের গিধনী এলোকেশী হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায়  ছয়শ একান্ন নম্বর পাওয়া ছাত্রী মন্দিরা মূর্মুর বাড়িতে গিয়ে তার হাতে শুভেন্দুবাবুর অনুগামী হিসেবে পরিচিত শান্তনু মাহাতো, সৌমেন আচার্য সুমন দাস স্নেহাশীষ ভকতরা শুভেন্দুবাবুর পাঠানো উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের সমস্ত পাঠ্যপুস্তক  তুলে দেনl

গলায় শুভেন্দুবাবুর ছবি ঝোলানো প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, দাদা জঙ্গলমহলে এই ধরনের সামাজিক কাজকর্ম আগে থেকেই করছেনl জামবনির পর চন্দ্র্কোনাতেও রাখি বন্ধনের দিন পনেরো কুড়ি জন যুবক একইভাবে গলায় শুভেন্দু অধিকারীর ছবি ঝুলিয়ে পথচারীদের হাতে রাখি পরিয়ে দেনl এছাড়াও তাঁরা মাস্ক ও স্যানিটাইজার বিলি করেনl এই দলটির নেতৃত্বে ছিলেন প্রণব ঘোষl  শুভেন্দু অধিকারীর আদর্শে অনুপ্রাণিত হয়েই তাঁরা এইসব কর্মসূচি নিয়েছেন এবং আগামী দিনে তাদের আরো বড় কর্মসূচি পালিত হবে বলে তিনি জানিয়েছেন।
তাদের গলায় ঝোলানো শুভেন্দু অধিকারীর  ছবির নিচে ‘আমরা দাদার অনুগামী’ লেখা ছিলl

শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন, দলের পক্ষ থেকে রাখিবন্ধন কর্মসূচি নেওয়া হয়েছিলl তবে এর বাইরে কারা আলাদাভাবে এরকম কর্মসূচি  নিয়েছে তা  খোঁজখবর নিয়ে দেখা হচ্ছেl  ঝাড়গ্রাম জেলার  নতুন তৃণমূল সভাপতি দুলাল মূর্মু  জানিয়েছেন, ঝাাড়গ্রামের জঙ্গলমহলে শুভেন্দু বাবুর অনুগামীদের  কর্মসূচি  সম্বন্ধে তিনি  বিশেষ কিছুই  জানেন না l তবে কারা তা করছে সে বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *