নদিয়ায় রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৫ ডিসেম্বর:
রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। নদিয়ার কৃষ্ণনগর জেলা পরিষদে বুথ ভিত্তিক কর্মীসভা চলাকালীন এই ঘটনা ঘটে।

সূত্রের খবর, বৃহস্পতিবার নদিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজ পুরসভার বুথ ভিত্তিক কর্মীসভা ছিল। সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি কৃষ্ণনগর জেলা পরিষদের কর্মী সভা কক্ষে ঢোকার পরেই জেলা পরিষদের গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। তাদের অভিযোগ, গতকাল কৃষ্ণনগর শহরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত ঘোষকে কিছু না জানিয়ে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে কি কারণে তাকে সরিয়ে দেওয়া হল তার কোনও সদুত্তর পাওয়া যায়নি সংগঠনের তরফে। সেই কারণেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে বিষয়টিকে তুলে ধরা হয়েছে। যদিও বিক্ষোভের কথা এড়িয়ে গেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here