যুব তৃণমূলের সহ সভাপতির নেতৃত্বে পঁচিশ জনের বিজেপিতে যোগ সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকায়

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ২৭ ফেব্রুয়ারি: পুরসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসে ভাঙন সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারপুর দক্ষিণ বিধানসভার যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মুকুল কান্তি দে ও তার নেতৃত্বে প্রায় জনা পঁচিশ তৃণমূলের সক্রিয় কর্মী যোগ দিলেন বিজেপিতে। এদিন দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে বিজেপির পূর্ব সাংগঠনিক জেলা কার্যালয়ে গিয়ে জেলা সভাপতি হরিকৃষ্ণ দত্তের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন মুকুল বাবু। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই তার দলত্যাগ বলে জানান তিনি। শাসক দলের হাত ছেড়ে পুরভোটের আগে বিজেপিতে এই ধরণের সক্রিয় কর্মীরা যোগ দেওয়ায় তা পুরভোটে বিজেপিকে বাড়তি এডভান্টেজ দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here