ঘাটালে তৃণমূলের প্রধানের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কুমারেশ রায়, মেদিনীপুর, আমাদের ভারত, ২৯ ডিসেম্বর : ঘাটাল থানার অন্তর্গত সুলতানপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত ১০০ দিনের কাজের জন্য ৪ এর ক খ ফরম পূরন করা হচ্ছিল প্রধানের নেতৃত্বে। সেইসময় বিজেপির লোকজন অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন করেন প্রধান ঝুমা দোলই। অারও অভিযোগ মদ্যপ অবস্থায় আট-দশজন গিয়ে প্রধানের উপরে আক্রমণ চালায় তার শাড়ি ছিঁড়ে দেওয়া হয় এবং তার কানের দুল নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ এনেছেন। স্বসহায়ক মেয়েদেরকেও মারধর করা হয়েছে। এরপর অাহতরা ঘাটাল হাসপাতালে অাসে। পুলিশ প্রশাসন সময়মতোএলাকায় পৌঁছলে এই ঘটনা ঘটতো না বলে জানিয়েছেন প্রধান ঝুমা দোলই।

ব্লক সভাপতি দিলীপ মাঝি বলেন, এর মোকাবিলা রাজনৈতিক ভাবেই করব। ঘাটাল থানার পুলিশ এই ঘটনায় গোপাল দোলই নামে এক বিজেপি কর্মীকে অাটক করেছে। বিজেপির ঘাটাল পূর্ব মন্ডলের সভাপতি বিশ্বজিৎ জানা বলেন, বেছে বেছে ১০০ দিনের কাজ পাওয়ার অাবেদনের ফরম ফিলঅাপ করা হচ্ছিল তৃণমূল কার্যালয় থেকে। গ্রামের গরিব মানুষ প্রতিবাদ করেছে, এর সাথে বিজেপির কোনও যোগ নেই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here