পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে সপ্তাহজুড়ে আন্দোলন করবে তৃণমূল, বললেন পার্থ চট্টোপাধ্যায়

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৬ জুলাই: সপ্তাহব্যাপী রাজ্যজুড়ে বিজেপির বিরুদ্ধে তৃণমূল পথে নামবে। সোমবার কলকাতায় এইকথা জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, পেট্রোপণ্যে দাম বাড়িয়ে চলছে কেন্দ্র। নিম্নবৃত্তের জ্বালানি কেরোসিন তেলেরও দাম বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। অথচ আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম কমছে। কেন্দ্রীয় সরকারের এমন জনবিরোধী কাজের জন্য তৃণমূল সপ্তাহজুড়ে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তিনি।

পার্থবাবু বলেন, কেন্দ্রীয় সরকার দেশের রেল ব্যাবস্থাকে বেসরকারী হাতে ঠেলে দিচ্ছে। বিদ্যুৎ ব্যাবস্থাকেও বেসরকারিকরণ করার চেষ্টা করছে বিজেপি। তৃণমূল রেলের বেসরকারিকরণ কখনই মানবে না। তাই তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে সপ্তাহব্যাপী আন্দোলন শুরু করবে। পাশাপাশি করোনার সময়েও রাজ্যের বিরুদ্ধে বিরোধীরা কুৎসা গাইছে। এদিন থেকে তৃণমূল কর্মীরা তারই জবাব দেবেন বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতির ভার্চুয়াল সভাকেও কটাক্ষ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি বলেন, রাজ্যের এক হাজার বুথেও বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। তাই দিল্লি থেকেই বিজেপির কর্মসূচি চালানো ভালো। সময় যত যাচ্ছে মানুষ বিজেপি সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছে। পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে মানুষ বুঝতে পারছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ রাজ্যে থাকবেন বিজেপি কিছুই করতে পারবেন না বলে জানান পার্থ চ্যাটার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *