সোশ্যাল সাইটে অশ্লীল ছবি পাঠিয়ে কলেজ ছাত্রীকে উতক্ত করার অভিযোগ যুব তৃণমূল কর্মীর বিরুদ্ধে

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জুন: এক কলেজ ছাত্রীকে উতক্ত করার অভিযোগ উঠল এক যুব তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের সিপাই বাজারের বড় আস্তানা এলাকায়।

অভিযোগ, জিনিহার নেহার নামে এক কলেজ ছাত্রীর সোশ্যাল সাইডের বিভিন্ন একাউন্ট হ্যাক করে অন্যান্যদের অশ্লীল ছবি, ভিডিও পাঠাতো সেক আকিব নামে এক যুবক। এসবের প্রতিবাদ করায় ঐ ছাত্রী ও তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিত ঐ যুবক। গত কয়েকদিন আগে ঐ ছাত্রী বিষয়টি থানায় জানালে পুলিশ অভিযুক্ত যুবককে থানায় ডেকে মুচলেকা লিখিয়ে সাবধান করে ছেড়ে দেয়। কিন্তু তারপরেও একই ভাবে ঐ ছাত্রীকে হেনস্থা করে চলেছিল আকিব। আজ ঐ ছাত্রী তার বাবাকে নিয়ে মেদিনীপুর মহিলা থানায় আকিবের নামে লিখিত অভিযোগ দায়ের করে। যদিও ঘটনার পর থেকে আকিব পলাতক।

ঐ ছাত্রী ও তার বাবা জানান, পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার না করলে তিনি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের কাছে অভিযোগ জানাবেন। না হলে তারা উচ্চ আদালতের সাহায্য নেবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here