বিধায়কের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ তৃণমূল কর্মীদের  

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ৭ মার্চ:
“বাংলার গর্ব মমতা” কর্মসূচিকে ঘিরে গোষ্ঠী কোন্দল ক্যানিংয়ে। ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডলের বিরুদ্ধেই পথে নেমে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। শুধু বিক্ষোভই নয় রাস্তা অবরোধ করলেন তারা। শ্যামল মণ্ডলের বিরুদ্ধে চাকরির নাম করে তোলাবাজি, বহিরাগত সহ একাধিক অভিযোগ এনে প্রকাশ্যেই ক্যানিং বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখালেন যুব তৃণমূল কর্মীরা।

দলের নির্দেশে শনিবার থেকেই শুরু হচ্ছে বাংলার গর্ব মমতা কর্মসূচি। সেই কর্মসূচি ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে পালিত হচ্ছে বিধায়ক শ্যামল মণ্ডলের উদ্যোগে। কিন্তু বিক্ষোভকারীদের দাবি, এই অনুষ্ঠানে নিজের কিছু পেটুয়া লোকজন ছাড়া বাকিদের জানাননি বিধায়ক। ক্যানিং পশ্চিম বিধানসভার শতাধিক পঞ্চায়েত সদস্য, চারজন প্রধান, উপপ্রধান, দশজন পঞ্চায়েত সমিতির সদস্য ও দু’জন জেলা পরিষদের সদস্যকে এই কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়নি। আর সেই কারণেই এদিন পথে নেমে দলের বিধায়কের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন ক্যানিংয়ের একদল তৃণমূল কর্মী।  

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here