দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত নেতাকে দেখে সম্মেলন থেকে বেরিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের

আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ মার্চ: দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত নেতাকে দেখে সম্মেলন থেকে বেরিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। এর ফলে মাঝপথে বন্ধ হয়ে যায় সম্মেলন। ঘটনাটি ঘটেছে শালবনি বিধানসভা ক্ষেত্রের চন্দ্রকোনা রোডে।

তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে চলছে “বাংলার গর্ব মমতা কর্মসূচি”। এই কর্মসূচির দ্বিতীয় দিনে দলীয় কর্মীদের মান্যতা দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয় স্বীকৃতি সম্মেলনের। রবিবার শালবনি বিধানসভা ক্ষেত্রের এই সম্মেলনে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন শাসক দলের নেতা কর্মীরা। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে শালবনি বিধানসভা কেন্দ্রের কর্মীদের নিয়ে স্বীকৃতি সম্মেলনের আয়োজন করা হয়। সভা চলাকালীন দলের একাংশ অনুষ্ঠান থেকে বেরিয়ে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ, নানারকম দুর্নীতি ও দল বিরোধী কাজ করায় রাজ্য নেতৃত্বের নির্দেশে  নয়াবসত অঞ্চলের  নেতা প্রদীপ দণ্ডপাটকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু রবিবার স্বীকৃতি সম্মেলনে বিধায়ক শ্রীকান্ত মাহাতো তাকে ডাকলে দলের একাংশ সবার মধ্যেই ক্ষোভ উগরে  দিয়ে সম্মেলন থেকে বেরিয়ে যান এবং অনুষ্ঠান চলাকালীন বাইরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এর ফলে কিছুক্ষণের মধ্যেই বাংলার গর্ব অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ তৃণমূল কর্মী কৌশিক ঘোষ, সুশান্ত সিংহরা জানান, বিভিন্ন দুর্নীতি মূলক কাজে যুক্ত থাকায় প্রদীপ
দণ্ডপাটকে বহুদিন আগে দল থেকে বহিষ্কার করেছিল জেলা নেতৃত্ব। আজ তাকে ডেকে এনে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু আমরা মনে করি এইসব দুর্নীতিপরায়ণ লোক দলে ফিরলে দলের আরো ক্ষতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *