কর্পোরেট হচ্ছে তৃণমূল, “আমার গর্ব মমতা”র উদ্বোধনী অনুষ্ঠানে কর্মীদের দেওয়া হচ্ছে ডিজিটাল বারকোড যুক্ত বিশেষ পাস

আমাদের ভারত, কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: আরও সংগঠিত, আরও কর্পোরেট হতে চলেছে তৃণমূল কংগ্রেস। পুরনির্বাচনের প্রাক-মুহূর্তে কার্যত কর্পোরেট স্টাইলে নতুন কর্মসূচি আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “দিদিকে বলো”-র পর “আমার গর্ব মমতা”। তবে, এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে অভিনব পর্যায়ে। কর্মীদের দেওয়া হচ্ছে বিশেষ পাস। যাতে থাকছে ডিজিটাল বারকোড। স্ক্যান করেই মিলবে প্রবেশের ছাড়পত্র। আগামী ২ মার্চ ওই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যেখানে প্রত্যেক আসনের জন্য ওই পাস ইস্যু করা হচ্ছে। সে সব পাসে নাম লেখা থাকবে তৃণমূল কর্মীদের। ওই পাস নিয়ে নির্দিষ্ট আসনেই বসতে হবে তাঁদের। এই পাস কোনওভাবেই হস্তান্তর যোগ্য নয়। 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here