
আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ জানুয়ারি: দলীয় পতাকা ও ব্যানার ছেঁড়ার প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি নেয় তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার রাতে বেলদা কলেজে থাকা তৃণমূল ছাত্র পরিষদের দলীয় পতাকা ও ব্যানার ছেঁড়ার অভিযোগ ওঠে এবিভিপি ছাত্র সংগঠনের বিরুদ্ধে। মঙ্গলবার সেই ঘটনার প্রতিবাদে একটি ধিক্কার মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। পরে তারা কলেজ গেটের সামনে অবস্থান-বিক্ষোভ করে।
তাদের দাবি, রাতের অন্ধকারে যারা এই কাজ করেছে তাদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে তারাও পাল্টা এই ধরনের কাজ করবে বলে হুঁশিয়ারি দেন তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি মনোজ দেব। এক ঘন্টার এই অবস্থান বিক্ষোভে সামিল ছিলেন বেলদা কলেজ তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের ছাত্রছাত্রীরা। তবে তৃণমূল ছাত্র পরিষদের তোলা অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা।