
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ ফেব্রুয়ারি: আজ সুবর্ণরেখা মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে গোপীবল্লভপুরে বিশাল পদযাত্রা করল কেন্দ্রীয় সরকারের এনআরসি ও সিএএ’র বিরুদ্ধে। এদিনের এই পদযাত্রাটি গোপীবল্লভপুর যাত্রা ময়দান থেকে বাস স্ট্যান্ড হয়ে মন্দির রোড হয়ে কলেজে মোড় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পদযাত্রা করেন। এদিন এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ঝাড়গাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক, প্রাক্তন জিএস সৌভিক বারিক, অভিষেক পাল, সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের ইউনিয়ন সভাপতি দীপঙ্কর দে, এছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য ছাত্ররা।