
আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৫ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় এনআরসি এবং সিএএ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মেদিনীপুরের এলআইসি মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে মানব বন্ধন কর্মসূচি পালন করে মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডবের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা হাতে হাত ধরে একঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এনআরসি ও সিএএ’র বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলায় ৩২০ কিলোমিটার জাতীয় সড়ক এবং ৩৫০ কিলোমিটার গ্রামীন সড়ক জুড়ে হাতে হাত ধরে মানব বন্ধন কর্মসূচি পালন করলেন তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকরা। সামিল হয়েছিলেন সাধারণ মানুষ। জেলা স্তরে মূল কর্মসূচি হয় মেদিনীপুর শহরে।
জেলার ২১ টি ব্লক, ২৯০ টি গ্রাম পঞ্চায়েত, ৭ পুরসভা এলাকায় এই কর্মসূচি সংযুক্ত হয়। প্রতিটি ব্লকে হাজির ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি ও বিধায়করা। শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ও বিধায়ক শ্রীকান্ত মাহাতো ও ব্লক সভাপতি নেপাল সিং’য়ের নেতৃত্বে ভাদুতলা থেকে মণ্ডলকুপি পর্যন্ত মানববন্ধন কর্মসূচি নেওয়া হয়। পিংলা বিধানসভা এলাকায় মন্ত্রী সৌমেন মহাপাত্র, বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, তৃষিত মাইতির নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এনআরসি, ক্যা’র বিরুদ্ধে ঝাড়গ্রাম শহর সহ বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে তৃণমূল। ঝাড়গ্রাম শহর ছাড়া লোধাশুলি, নয়াগ্রামের পাতিনা ইত্যাদি জায়গায় এই কর্মসূচি পালিত হয়েছে।ঝাড়গ্রাম শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এদিন ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ের কাছ থেকে হাসপাতাল মোড় পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের গলায় ঝুলছিল প্লাকার্ড। তাতে লেখা বাংলায় এনআরসি হচ্ছে না হবেও না। কোনোটাতে আবার লেখা কালা কানুন এনআরসি, ক্যাব বাতিল করো ইত্যাদি। এদিন মানববন্ধনে ছিলেন শহর যুব তৃণমূলের সভাপতি অজিত মাহাতো,শহর যুব সাধারণ সম্পাদক উজ্জ্বল পাত্র প্রমুখ।