বিজেপি সরকারের ‘জনবিরোধী নীতি’, লাগামছাড়া মূল্যবৃদ্ধি, এনআরসির বিরুদ্ধে গোপীবল্লভপুর বিশাল মিছিল তৃণমূলের

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১ ডিসেম্বর: বিজেপির সরকারের জনবিরোধী নীতি,লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি ও কুৎসা, হিংসা, অপপ্রচার এবং NRC এর বিরুদ্ধে প্রায় ১৫০০ কর্মী সমর্থকে নিয়ে গোপীবল্লভপুর ১নং ব্লক তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করল।

কলেজে মোড় থেকে মিছিল শুরু হয়। কলেজে মোড় থেকে খুন্তি মোড় হয়ে নয়াবাসানের ভেতর দিয়ে হাতিবাড়ি মোড়ে মিছিল শেষ হয়। মঙ্গলবার বিকেলের এই মিছিলের শেষে একটি পথসভা হয়।

এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন নয়াগ্রাম বিধানসভার এম এল এ দুলাল মুর্মু, ঝাড়গ্রাম জেলা ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি শংকর প্রসাদ হাঁসদা সহ অন্যান্য নেতা ও কর্মী সমর্থকরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here