জনসংযোগ বাড়াতে পলতায় ৩ দিনের নৈশ ফুটবল প্রতিযোগিতা, উদ্বোধন করলেন সোহম

আমাদের উত্তর ২৪ পরগনার, ৬ ফেব্রুয়ারি: নোয়াপাড়া বিধানসভার পলতার জোহর কলোনীর মাঠে ৩ দিনের নৈশালোকে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হল শুক্রবার রাতে। অভিনেতা ও তৃণমূল যুবনেতা সোহম চক্রবর্তী উদ্বোধন করেন।

বেলুন উড়িয়ে এই ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন সোহম চক্রবর্তী। তার আগে বিধানসভা নির্বাচন উপলক্ষে নোয়াপাড়ার শীর্ষ তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে গোটা পলতা এলাকায় হুড খোলা জিপে মিছিল করেন সোহম। পলতায় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জন সংযোগ সুদৃঢ় করতে এবং এলাকায় খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে ৩ দিনের নৈশালোকে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করে সোহম চক্রবর্তী বলেন, “আমাদের এখন একটাই সম্মিলিত কাজ, রাজ্য সরকারের উন্নয়ন সম্পর্কে নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা। বিজেপি করোনা ভাইরাসের মতো দেশকে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে ফেলছে। যারা বিজেপিতে যোগ দিচ্ছে, তারা তাদের ভুল বুঝতে পারবে। আমরা সমালোচনা শুনব না, প্রলোভনে বা কোনও প্ররোচনায় পা দেব না।”

পলতায় তৃণমূল কংগ্রেস আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় ৮ টি দল অংশ নিচ্ছে। রবিবার অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। নোয়াপাড়ার তৃণমূল নেতা শহীদ বিকাশ বসুর স্মৃতিতে এই ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছে নোয়াপাড়ার তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *