লক্ষ্য, গণস্বাস্থ্য ব্যবস্থা জোরদার করা! গ্রামে করোনা মোকাবিলায় বাড়ি বাড়ি থার্মোমিটার, অক্সিমিটার, ওষুধ পৌঁছানোর নির্দেশ কেন্দ্রের

আমাদের ভারত, ১৬ মে: শনিবার প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশ মত রবিবার গ্রাম, তথা মফস্বলে করোনা সংক্রমণ রোধে বিশেষ নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্র সরকার। গ্রাম সহ আদিবাসী প্রধান এলাকা ও মফস্বলে এই নির্দেশিকা অনুযায়ী কাজ করতে হবে। অক্সিজেন সরবরাহ, বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষা, ওষুধ পৌঁছানো, থার্মোমিটার অক্সিমিটার পৌঁছানোর কাজ করতে হবে।

নির্দেশিকায় বলা হয়েছে যে অংশের মানুষের কাছে থার্মোমিটার , অক্সিমিটার নেই তাদের বাড়ি বাড়ি এগুলো পৌঁছে দিতে হবে। সে গুলির ব্যবহার হয়ে গেলে আবার ফেরত দিয়ে দেবেন তারা। সরকারের লক্ষ্য দেশে একেবারে প্রাথমিক স্তরে গণস্বাস্থ্য ব্যবস্থাকে আরও জোরদার করা যাতে এই সংক্রমণ রোখা যযায়।

কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকায় বলা হয়েছে, আশা কর্মী ও গ্রামীণ স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কমিটি নজর রাখবে এলাকায় কারো জ্বর বা ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগ হয়েছে কিনা। কোন আক্রান্তের খোঁজ পাওয়া গেলেই স্থানীয় স্বাস্থ্য আধিকারিক দেখবে সমস্যা কতটা গভীর। তিনি ফোনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা করবেন। দরকার হলে অক্সিজেন দেওয়া হবে। যতক্ষণ না পর্যন্ত করোনার পরীক্ষার ফল নেগেটিভ আসছে ততক্ষণ আইসোলেশনে থাকতে হবে রোগীদের। উপসর্গ নেই এমন যারা করোনা আক্রান্তের সামনে গিয়েছিলেন তাদের ও পরীক্ষা করতে হবে। জোর দেওয়া হয়েছে কন্ট্রাক্ট ট্রেসিং-এর উপরেও। এছাড়া গ্রামের বাড়িতে বাড়িতে প্যারাসিটামল আইভারমেকটিন, কাশির ওষুধ, মাল্টি ভিটামিন ওষুধ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *