নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ জুলাই: আত্মরক্ষায় মহিলাদের আঁশবটি হাতে তুলে নেবার নিদান দিলেন বিজেপি নেতা কাসেম আলি। বৃহস্পতিবার উত্তরচব্বিশ পরগনার হাড়োয়া ধর্ষণ কান্ডের পর এইকথা বলেন রাজ্য বিজেপির মাইনরিটি মোর্চার সম্পাদক।
তিনি বলেন হাড়োয়াতে ফের ধর্ষকের লালসার স্বীকার হলেন এক আদিবাসী কন্যা। মুন্সিরগঞ্জে ঐ আদিবাসী কন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয় বলে জানান কাসেম আলি। রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা। তা সত্বেও ধর্ষণ আটকানো সম্ভব হচ্ছেনা। মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে মহিলাদের সম্মান বুঝতে পারছেন না। তাই রাজ্যের মহিলাদের নিজেদের আত্মরক্ষায় অস্ত্র হাতে তুলে নেওয়া উচিত বলে বিতর্কিত মন্তব্য করলেন কাসেম আলি। তিনি মহিলাদের আঁশবটি এবং ছুরি রাখার কথা বলেন
শুক্রবার তিনি বলেন, মেয়েরা সবাই আত্মনির্ভর হবার চেষ্টা করছেন। তারজন্য মহিলাদের ঘরের বাইরে যেতে হয়। কিন্তুু ধর্ষণকারিদের উৎপাতে আতঙ্কিত রাজ্যের মা, বোনেরা। এই ধর্ষকদের থেকে নিজেদের রক্ষা করতে আপনারা ব্যাগে ছুড়ি রাখুন। অসভ্যতামি দেখলেই আত্মরক্ষার জন্য ছুড়ি চালান। এটাই রাজ্যের মহিলাদের একমাত্র পথ বলে বলেন বিজেপি নেতা কাসেম আলি।