আতঙ্ক বাড়াচ্ছে ওমিক্রন, রাজ্যকে অতি সতর্ক হবার নির্দেশ কেন্দ্রের, কড়া নজর বিমানযাত্রীদের উপর

আমাদের ভারত, ২৮ নভেম্বর: দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ওমিক্রন সংক্রমণ ঠেকাতে বিশেষ ভাবে সতর্ক হওয়ার নির্দেশ দিল কেন্দ্র। প্রত্যেকটি রাজ্য সরকারকে অবিলম্বে করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে বলা হয়েছে। এছাড়াও যেসব এলাকায় সম্প্রতি করোনা সংক্রমণ ধরা পড়েছে সেই সব এলাকাতেই নজরদারী বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভুষণ চিঠি দিয়েছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের চিঠিতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে বিদেশ থেকে দেশে ফেরা বিমান বন্দরে যাত্রীদের ওপর। ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ দেশগুলির নাম তালিকাভুক্ত করা হয়েছে। রাজ্য প্রশাসনকে সেই তালিকা মাথায় রেখে উপযুক্ত কড়া ব্যবস্থা গ্রহণের দিকে নজর দিতে বলা হয়েছে। এছাড়াও বিদেশ থেকে আসা বিমানযাত্রীরা ভারতে নামার আগে আর কোন কোন দেশে গিয়েছিলেন সেই নথিও পরীক্ষা করতে বলা হয়েছে।

করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা “হু” জানিয়েছে, এই নতুন রূপটি অত্যন্ত সংক্রামক। শুধু তাই নয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভাঙার ক্ষমতা অন্যদের তুলনায় অনেকটাই বেশি ওমিক্রনের। ইতিমধ্যেই হংকং, দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, চেক প্রজাতন্ত্র, জার্মানি, ইতালি, ইজরাইল, নেদারল্যান্ডসে ওমিক্রনের খোঁজ মিলেছে। ভারত এই দেশ গুলিকে ঝুঁকিপূর্ণ দেশ বলে চিহ্নিত করেছে।

স্বাস্থ্যসচিব তার চিঠিতে লিখেছেন যারা দেশের করোনা সংক্রমনের বিষয়টি জানান নজরে রাখছেন তাদের এখন থেকেই অত্যন্ত সতর্ক হতে হবে। ঝুঁকি আছে এমন দেশ থেকে আসা সমস্ত যাত্রীদের ক্ষেত্রে উপযুক্ত বিধি নিষেধের ব্যবস্থা নিতে বলা হয়েছে। করোনার রূপ পরিবর্তনের জন্য প্রতিনিয়ত নজর রাখার ক্ষেত্রে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বাড়াতে বলা হয়েছে রাজ্যগুলিকে।

এছাড়া সংক্রমনের পজিটিভিটি রেট অর্থাৎ মোটপরীক্ষা-নিরীক্ষা সংক্রমণের হার ৫ শতাংশের নিচে রাখার লক্ষ্য স্থির করতে বলেছে কেন্দ্র। স্বাস্থ্য পরিকাঠামো বাড়াতে বলা হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন কেন্দ্রের দেওয়া অর্থসাহায্য যথাসাধ্য যেনো রাজ্য ব্যবহার করে সেই কথাও উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *