পালটি খাওয়ায় পাস, আজ লোক টানার পরীক্ষা সিপিএম নেতা কল্লোলের

তারক ভট্টাচার্য
আমাদের ভারত, ২০ জানুয়ারি: দু’দিন আগে সাংবাদিক বৈঠকে বেশ কিছু সত্যি কথা অকপটে বলে বসেছিলেন। কলকাতা জেলা সিপিএমের সদর দফতরে বসে বলেছিলেন, ভোট লুঠ ঠেকাতে বিজেপি কর্মীরা তাঁদের পাশে থাকলে অসুবিধা নেই। দাবি করেছিলেন, এই ব্যাপারে তাঁদের কোনও ছুঁৎমার্গ নেই। তাঁর সেই বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তার পরেই শুরু হয় সিপিএমের অভ্যন্তরে হইচই।

এমনকী, ওই কথা বলায় কলকাতা সিপিএমের জেলা সম্পাদক কল্লোল মজুমদারকে বিবৃতি পর্যন্ত দিতে বাধ্য করে সিপিএম। তবে, সেটা কোনও ঐতিহাসিক অথবা প্রাগৈতিহাসিক ভুল স্বীকারের বিবৃতি ছিল না। কল্লোল মজুমদার তাঁর বক্তব্যকে বিকৃত করার অভিযোগ করে বিবৃতি দিয়েছেন। শুধু এতেই ক্ষান্ত না-হয়ে তাঁর ওই সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে ‘সাংবাদিকতার দেউলিয়াপনার’ অভিযোগও এনেছেন সিপিএমের কলকাতা জেলা কমিটির সম্পাদক।

নিজের বক্তব্য থেকে এইভাবে পালটি খেয়ে জেলা সম্পাদকের পদ বাঁচালেও আজ ফের পরীক্ষায় বসতে হচ্ছে কল্লোল মজুমদারকে। আজ শহিদ মিনার ময়দানে সমাবেশের ডাক দিয়েছে কলকাতা জেলা সিপিএম। এই সমাবেশে লোক টানতে মজুরি বৃদ্ধির দাবি থেকে নাগরিকত্ব আইনের বিরোধিতা, কোনও ইস্যুই বাদ দেয়নি সিপিএমের কলকাতা জেলা কমিটি। গত কয়েকদিন ধরে এই ইস্যুতে শহর কলকাতার এক থেকে অন্যপ্রান্তে জোরদার প্রচার চালিয়েছেন সিপিএম নেতৃত্ব। এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা মিছিল করে সমাবেশে যোগ দেবেন। পালটিতে পদ বাঁচলেও শেষ পর্যন্ত আজকের সমাবেশে কত লোক হয়, তার ওপরই কিন্তু, নির্ভর করবে আলিমুদ্দিন স্ট্রিটে কল্লোল মজুমদারের গুরুত্ব। তাই আজ ফের পরীক্ষায় সিপিএমের কলকাতা জেলা সম্পাদক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here