করোনা সংক্রামণ ঠেকাতে ডালখোলায় ব্যবসা বনধের আজ দ্বিতীয় দিন, অঘোষিত লকডাউন পালন করছেন মানুষ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ জুলাই: করোনা সংক্রামণ ঠেকাতে ডালখোলায় ব্যবসা বনধ আজ দ্বিতীয় দিনে পড়ল।গতকালের মত আজও সকাল থেকে ডালখোলা এলাকায় কোনও দোকানপাট খোলেনি। বাজারঘাট বন্ধ। মানুষ খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। করোনা সংক্রামণ ঠেকাতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। জরুরি পরিষেবা খোলা থাকলেও সেখানেও মানুষের দেখা মেলেনি। জাতীয় সড়কে গাড়ি চলাচল করলে ডালখোলাতে যাত্রীর দেখা মেলেনি। অটো, টোটো, যন্ত্রচালিত যানবাহন বন্ধ আছে। এককথায় ডালখোলায় মানুষ অঘোষিত লকডাউন পালন করছেন।

ডালখোলা পৌরসভার যুগ্ম প্রশাসক সুভাস গোস্বামী জানিয়েছেন, করোনা সংক্রামণ ঠেকাতে মানুষ স্বতস্ফূর্ত বনধ পালন করছেন। এটা ডালখোলাবাসীর বনধ।পৌরসভার কাছে এসে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ ব্যবসা বনধ করার দাবি করেছিলেন। মানুষের দাবিকে মান্যতা দিয়েই তারা বনধের সামিল হয়েছেন। ডালখোলার বাসিন্দারাও জানিয়েছেন, করোনা সংক্রামণ ঠেকাতে তারা ঘর থেকে বের হচ্ছেন না। ডালখোলা মানুষ এই সংক্রামনকে যে কোনও উপায়ে ঠেকাতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *