উত্তর দিনাজপুরে পার্সেল বোমা বিস্ফোরণ ঘটনায় আটক টোটো চালক

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ জানুয়ারি: পার্সেল বিস্ফোরণ ঘটনায় আটক টোটো চালক। রবিবার সকালে পুলিশ টোটোচালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে ওই টোটোচালকের নাম রঞ্জন রায়। বাড়ি হেমতাবাদের বিষ্ণুপুর এলাকায়। তাকে রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের পোকম্বা এলাকা থেকে পুলিশ আটক করেছে। টোটো টিকেও থানায় আনা হয়েছে। ধৃতের পরিবারের দাবি, তারা কোনওভাবেই এই ঘটনার সাথে জড়িত নয়। টোটো নিয়ে যাওয়ার সময় দুইজন ব্যক্তি ১০ টাকা ভাড়া দিয়ে ওই পার্সেলটি ওষুধের দোকানে দিয়ে দিতে বলে। সেই মত দোকানে দিয়ে চলে যায় রঞ্জন। পরে ঘটনার খবর পেয়ে ভীত হয়ে পড়ে সে এবং তার শ্বশুর বাড়ি চলে যায়। পুলিশ যখন তার বাড়িতে যায় তখন তার বাড়ির লোকই রঞ্জনের ঠিকানা বলে দেয়। তবে তারা কোনও ভাবেই এই ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি তাদের।

উল্লেখ্য, শনিবার বিস্ফোরণের জায়গা পরিদর্শনে আসেন উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং। সঙ্গে ছিলেন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল, রায়গঞ্জের পুলিশ সুপার সানা আখতার সহ অন্যান্য পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। তবে তাড়াতাড়ি ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তরা ধরা পড়বে বলে জানা গেছে জেলা পুলিশ সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *